মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

রসায়ন - ইলেক্ট্রন বিন্যাসের তিনটি নিয়ম

আমি এক্ষেত্রে ইলেক্ট্রন বিন্যাস কে তিনটি নিয়ম এ বিভক্ত করেছি। 

১ম নিয়ম - সাধারণ ভাবে চক্রটি হল
1s2  2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14
এভাবে ক্রমান্বয়ে চলমান
যেমন,
Na(11) - 1s2  2s2 2p6 3s1

এখানে, 
s এ সর্বোচ্ছ ইলেক্ট্রন -২ টি
p এ সর্বোচ্ছ ইলেক্ট্রন -৬ টি
d এ সর্বোচ্ছ ইলেক্ট্রন -১০ টি
f এ সর্বোচ্ছ ইলেক্ট্রন -১৪ টি

২য় নিয়ম -
যেমন,  পটাশিয়াম
k(19) - 1s2  2s2 2p6 3s2 3p6 4s1

এক্ষেত্রে ব্যাতিক্রম হল ইলেক্ট্রন কেন 3d তে না গিয়ে 4s এ যায়?? 

শক্তিস্তর ধারণা - 

এখানে আমি নিজস্ব একটা সহজ ট্রিক্স বের করলাম।  

s=0,  
p=1,
d=2, 
f=3 

এবার ধরুন 3d,  এখানে,  n=3,  এবং d=2  তাই শক্তি n+l=5 

আবার,  4s, এখানে,  n=4,  এবং s=0 তাই শক্তি n+l=4 

আউফবাউ নিতী অনুসারে ইলেক্ট্রন আগে নিচের শক্তিস্তর পুরণ করে তাই ইলেক্ট্রন 4s পূরণ করে 3d তে যাই।  

♦এ সম্পর্কে আমি এই আর্টিকেল এ বলেছি ♦

তাই ইলেক্ট্রন 3d এর আগে 4s এ প্রবেশ করেছে। 
ইজি ট্রিক্স মনে রাখার জন্যে - 


৩য় নিয়ম -

 ইলেক্ট্রন সম্পূর্ণ বা অর্ধপূর্ন হলে অনেক সুস্থিত হয়।  যেমন - 

s- ২ টি অথবা ১ টি

p- ৬টি অথবা ৩ টি

d- ১০ টি অথবা ৫ টি

f- ১৪ টি অথবা ৭ টি হলে সুস্থিত হয় 

যেমন - ক্রোমিয়াম

Cr - 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4

কিন্তু এই ইলেক্ট্রন বিন্যাস সঠিক নয়।  

Cr - 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5 

এর কারণ 4s একটা ইলেক্ট্রন দান করলে,  3d সেটা নিয়ে নেই ফলে 4s ও 3d উভয় অর্ধপূর্ণ হয়ে স্থিতিপূর্ণ হয়।  



পদার্থ - গতীর সমীকরণ প্রতিপাদন

v=u+at
s=ut+ 1/2at2
v2= u2 + 2as

মনে করি কোন বস্তু u আদিবেগে a সুষম ত্বরনে A বিন্দু হতে যাত্রা শুরু করে s দূরত্ব অতিক্রম করে t সময়ে B বিন্দুতে পৌচে শেষ বেগ v প্রাপ্ত হয়। 

i)  v =u+at প্রতিপাদন :
এখানে উপরের কথাটি সকল ক্ষেত্রে লিখতে হবে। 
এখানে বেগের পরিবর্তন =v-u
এবং হার,  =( v-u)/t 
সুতরাং,  ত্বরণ a= (v-u)/t
অর্থাৎ,  v =u+at [প্রমাণিত]

ii)  s=ut+ 1/2at2 প্রতিপাদন :
গড় বেগ = (v+u)/2
গাণিতিক বেগ = s/t
আমরা জানি,  গড় বেগ = গাণিতিক বেগ
s/t = (v+u)/2   ............... (১)

এখন,  v =u+at  এই সমীকরণ হতে, 
v এর মান বসাই (১) নং এ বসাই, 

সুতরাং,  s=ut+ 1/2at2 [প্রমাণিত]

iii)  v2= u2 + 2as প্রতিপাদন :
উপরে প্রদত্ত (১) নং সমীকরন নির্ণয় করি প্রথমে, 
s/t = (v+u)/2   ............... (১)

এই সমীকরণে,  v =u+at হতে পাই,  t=(v-u)/a
এর মান (১) নং এ বসাই। 

সুতরাং, 
v2= u2 + 2as [প্রমাণিত]

কোন সমস্যায় যোগাযোগ করুন
ফেইসবুকে আমি

সোমবার, ৩০ জুন, ২০১৪

রসায়ন - ইলেক্ট্রন বিন্যাস এর মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয়

ইলেক্ট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয়

ইলেক্ট্রন বিন্যাস করে মৌলের পর্যায় ও গ্রুপ বের করার সহজ ট্রিক্স। 
যা মনে রাখতে হবে -
s1-  গ্রুপ ১
s2- গ্রুপ ২
d1- গ্রুপ ৩
d2- গ্রুপ ৪
d3- গ্রুপ ৫
d4- গ্রুপ ৬
d5 - গ্রুপ ৭
d6- গ্রুপ ৮
d7- গ্রুপ ৯
d8- গ্রুপ ১০
d9- গ্রুপ ১১
d10- গ্রুপ ১২
p1- গ্রুপ ১৩
p2- গ্রুপ ১৪
p3- গ্রুপ ১৫
p4- গ্রুপ ১৬
p5- গ্রুপ ১৭
p6- গ্রুপ ১৮

এবার কাজ সোজা - প্রথমে ইলেক্ট্রন বিন্যাস করে ফেলুন।  তারপর শেষ ইলেক্ট্রন টি কি তা লক্ষ্য করুন।  যেমন -
cl (17) = 1s2 2s2  2p6  3s2 3p5

শেষ শক্তিস্তর 3p5,  এখন p5 গ্রুপ ১৭ তে তাই ক্লোরিন ও গ্রুপ ১৭ তে। 
আবার,  ইলেক্ট্রন বিন্যাসে n এর সর্বোচ্ছ মান 3.  কারণ 3p5 এ n=3। তাই পর্যায় ৩ এবং গ্রুপ ১৭। 
অনুরুপ,
k(19) =1s2 2s2 2p6 3s2 3p6 4s1
এখানে,  শেষ শক্তিস্তর 4s1,  s1 গ্রুপ ১ এ তাই পটাশিয়াম গ্রুপ ১ এর মৌল। 
আবার n এর সর্বোচ্ছ মান ৪ তাই পর্যায় ৪। 

[ইলেক্ট্রন বিন্যাস এর তিনটি রুলস রয়েছে যা আমি নিজে বের করেছি,  ইজি ট্রিক্স তা সামনে শেয়ার করব।  আপাতত এটা এক্সপার্ট দের জন্যে ]  

আমার ফেইসবুকে যোগাযোগ করতে পারেন যেকোন প্রয়োজনে তবে হ্যা অবশ্যই প্রথমে আপনার পরিচয় দিবেন মেসেজ এর মাধ্যমে।  ধন্যবাদ। 

ফেইসবুকে আমি

রসায়ন - শক্তিস্তর ও অরবিটাল

অরবিটাল - অরবিটাল হচ্ছে ইলেকট্রন মেঘ যেখানে ৯০-৯৫% ইলেক্ট্রন থাকে।

প্রকারভেদ - ৪ টি
s p d f

s অরবিটাল - n=1,  l= 0, m =O,  তাই অরবিটাল এর আকৃতি ও এক।  গোলাকার।
p অরবিটাল -n=2,  l= 0,1 , m =-1, 0, 1 তাই আকৃতি তিন অক্ষ বরাবর তিনটি।  যথাক্রমে,  Px,  Py,  Pz
d অরবিটাল - n=3,  l=0,1,2 m=-3,  -2,  -1, 0, 1,2,3 তাই আকৃতি ও পাচটি কারণ m এর মান পাচঁ।  যথা,  
dxy,  dyz,  dzx,  d(x2-y2),  dz2।
f অরবিটাল - n=4,  l= 0,1,2,3 ,  m=-3,-2,-1,0,1,2,3 তাই আকৃতি হবে ৭ রকমের।  f অরবিটাল এখনো জানা হয়নি।  
এখানে,  n হল প্রধান কোয়ান্টাম 
              l  হল সহকারী কোয়ান্টাম
             m হল চম্বুকীয় কোয়ান্টাম 

শক্তিস্তর ধারণা - 
এখানে আমি নিজস্ব একটা সহজ ট্রিক্স বের করলাম।  
s=0,  
p=1,
d=2, 
f=3 

এবার ধরুন 3d,  এখানে,  n=3,  এবং d=2  তাই শক্তি n+l=5 
আবার,  4s, এখানে,  n=4,  এবং s=0 তাই শক্তি n+l=4 

আউফবাউ নিতী অনুসারে ইলেক্ট্রন আগে নিচের শক্তিস্তর পুরণ করে তাই ইলেক্ট্রন 4s পূরণ করে 3d তে যাই।  

আশা করি সবাই বুঝবে।  তবেএখানে আমি যে ট্রিক্স গুলো শেয়ার করব তা আমার নিজস্ব এবং তা শুধু এক্সপার্ট দের জন্যে।  যেকোন মতামত কাম্য।  

আমার লিখার সৌজন্যতা

আল্লাহর নামে শুরু করেছি। আমার জীবনে প্রতিটা পদক্ষেপে আল্লাহ আমাকে সর্বোচ্ছ ভাল টাই করে দেন। তাই আল্লাহ এর দরবারে লাখ লাখ শুকরিয়া ।  শুরু করেছি,  জানিনা কতটুকু সফল হতে পারি।  তবে আমার যাবতীয় সবকিছুই এই ব্লগ এ আমি পোষ্ট করব।  এবং যা পোষ্ট করব তা সম্পূর্ণ ব্যাক্তিগত এবং নিজস্ব অভিমত আশা করব সকলে আমাকে সহায়তা করবেন।  

আমার ফেইসবুক আইডি - ফেইসবুক লিঙ্ক