ইলেক্ট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ ও পর্যায় নির্ণয়
ইলেক্ট্রন বিন্যাস করে মৌলের পর্যায় ও গ্রুপ বের করার সহজ ট্রিক্স।
যা মনে রাখতে হবে -
s1- গ্রুপ ১
s2- গ্রুপ ২
d1- গ্রুপ ৩
d2- গ্রুপ ৪
d3- গ্রুপ ৫
d4- গ্রুপ ৬
d5 - গ্রুপ ৭
d6- গ্রুপ ৮
d7- গ্রুপ ৯
d8- গ্রুপ ১০
d9- গ্রুপ ১১
d10- গ্রুপ ১২
p1- গ্রুপ ১৩
p2- গ্রুপ ১৪
p3- গ্রুপ ১৫
p4- গ্রুপ ১৬
p5- গ্রুপ ১৭
p6- গ্রুপ ১৮
এবার কাজ সোজা - প্রথমে ইলেক্ট্রন বিন্যাস করে ফেলুন। তারপর শেষ ইলেক্ট্রন টি কি তা লক্ষ্য করুন। যেমন -
cl (17) = 1s2 2s2 2p6 3s2 3p5
শেষ শক্তিস্তর 3p5, এখন p5 গ্রুপ ১৭ তে তাই ক্লোরিন ও গ্রুপ ১৭ তে।
আবার, ইলেক্ট্রন বিন্যাসে n এর সর্বোচ্ছ মান 3. কারণ 3p5 এ n=3। তাই পর্যায় ৩ এবং গ্রুপ ১৭।
অনুরুপ,
k(19) =1s2 2s2 2p6 3s2 3p6 4s1
এখানে, শেষ শক্তিস্তর 4s1, s1 গ্রুপ ১ এ তাই পটাশিয়াম গ্রুপ ১ এর মৌল।
আবার n এর সর্বোচ্ছ মান ৪ তাই পর্যায় ৪।
[ইলেক্ট্রন বিন্যাস এর তিনটি রুলস রয়েছে যা আমি নিজে বের করেছি, ইজি ট্রিক্স তা সামনে শেয়ার করব। আপাতত এটা এক্সপার্ট দের জন্যে ]
আমার ফেইসবুকে যোগাযোগ করতে পারেন যেকোন প্রয়োজনে তবে হ্যা অবশ্যই প্রথমে আপনার পরিচয় দিবেন মেসেজ এর মাধ্যমে। ধন্যবাদ।
৪৯ নং মৌলের গ্রুপ নির্ণয় করে দেখা
উত্তরমুছুনএকটা ভিডিও দিয়ে তা বুঝিয়ে দিলে ভালো হতো
উত্তরমুছুন